ভদ্রমহোদয়গণ,
আমি, শ্রী পাপাঙ্গুল বঙ্গবাসী, অদ্য ২৬শে পৌষ, ১৪১৭ (ইং ১১/১/১১) তারিখে এই জালিকা-চিত্রকাহিনী (ইং web-comic) প্রকাশনার কার্যে নিজেকে নিযুক্ত করিলাম|
গত সপ্তাহে পেয়ারা গাছে চড়িতে গিয়া আমি ধরণীতলে আপতিত হই| দক্ষিণ পদে গুরুতর আঘাত লাগিবার ফলে অধমের গতিবিধি আপাততঃ শয্যা ও অঙ্কঃস্থিত প্রগণক (ইং laptop)-এর মধ্যেই সীমাবদ্ধ হইয়া পড়ে| ইহার ফলে সময় কাটাইবার বিভিন্ন কাতর প্রয়াসের একটি হিসাবে এই চিত্রকাহিনীর ভাবনা প্রথম মাথায় আসে|
ইহার সরল চিত্রগুলি ক্ষুদ্রকোমল চিত্রণ (ইং Microsoft Paint) দ্বারা অঙ্কিত|
মূষিক (ইং mouse) চালনায় অপটু হস্তে পরিচ্ছন্নতা আনিতে ইহা অপেক্ষা উপায় ছিলো না|
এই আকস্মিক কর্মযজ্ঞে মাতৃদেবীর অফুরন্ত চায়ের যোগান বিশেষ সাহায্য করিয়াছে| তবে ইহার মূল অনুপ্রেরণা আসিয়াছে XKCD, The Joy of Tech, ChannelATE, Buttersafe ইত্যাদি সুপাঠ্য চিত্রকাহিনী হইতে| খ্যাংরা কাঠি-র চেহারা ও চরিত্র গঠনে ইহাদের অবদান অনস্বীকার্য|
পড়িয়া ভালো লাগিলে দয়া করিয়া জানাইবেন, আনন্দিত হইব| খারাপ লাগিলে (অথবা চটিয়া যাইলে) মন্তব্য-ক্ষেত্রে নতুবা বৈদ্যুতিন ডাক-এ (ইং e-mail) আপনার সমালোচনা বা অসন্তোষ ব্যক্ত করিয়া বাধিত করিবেন|